চাকরি জগতে এআইকে পিছনে ফেলেছে মানুষ: বলছে Freelancer.com Report 2025 - চাকরিতে বাড়ছে হিউম্যান স্কিলের চাহিদা?

 ফ্রিলান্সার ডট কম (freelancer.com) তাদের নতুন বিজ্ঞপ্তিতে জানিছেন মানুষ এর চাহিদা বেড়েছে কিছু চাকুরি ক্ষেত্রে। বর্তমানে চাকুরির বাজার এ আই দখল করতে চাইলেও মানুষ তা এতো সহজে হতে দিচ্ছে না। বড় ছোট কোম্পানিগুলো এ আই এর কাছে থেকে সৃজনশীলতা পাচ্ছে না। এ আই এর ডাটা মিক্সিং করে ফলাফল দেওয়া ও নতুন কিছু সহজে যুক্ত না করায় বিভ্রান্তিতে পরেছে অনেক কোম্পানি। এজন্য তারা আছে সৃজনশীল মানুষের খোঁজে। সৃজনশীল মানুষদের জন্য চাকুরি বাজারে চাহিদা বাড়ছে বলে উল্লেখ করেছে ফ্রিলান্সার ডট কম (freelancer.com)। 

 

ফ্রিল্যান্সার ডট কমের এমন বিজ্ঞপ্তি দেওয়ায় স্বস্তি অনুভব করছে এ আই নিয়ে চিন্তত থাকা অনেক ফ্রিলান্সার, চাকুরীজীবী এবং ছাত্রছাত্রী। ফ্রিলান্সার তাদের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেছে গ্রাফিক ডিজাইনের চাকুরীজীবী এবং ফ্রিলান্সারা যেখানে এ আই এর কারণে সবচেয়ে ঝুকি অনুভব করছিল সেখানে তাদেরও চাহিদা বেড়েছে অনেক। তারা এই সম্পর্কে একটি চিত্রও প্রকাশ করেছে।

যার ফলে আপাতত গ্রাফিক ডিজাইনারা একটু স্বস্তির নিশ্বাস ফেলছে যে এ আই এখনই তাদের চাকুরি বাজার থেকে বের করে দিচ্ছে নাহ। তবে শঙ্কা থাকে যে অদূর ভবিষ্যতে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। অন্যদিকে কনটেন্ট ক্রিয়েটাদের চাহিদা নিয়েও বলা হয়েছে। তাদের চাহিদা বিশ্ব বাঁজারে ব্যাপক হারে বেড়ে চলেছে। 

তবে ব্লকচেইন এবং ডেভেলপমেন্ট এর চাকুরি কমায় অনেকে হতাশ হয়েছে। ফ্রিলান্সার ডট কম তাদের বিশ্ব বাজারে দ্রুত চাহিদা বেড়ে যাওয়া ২৫ টা চাকুরির তালিকা প্রকাশ করেছে।


 

এখানে “Communication” এর সবচেয়ে চাহিদা বেড়েছে বলে জানানো হয় যা ২৫.২% । ফ্রিলান্সার ডট কম সবচেয়ে দ্রুত বাজার হারানো ২৫ টা চাকুরির তালিকা প্রকাশ করেছে যার শীর্ষে রয়েছে API. 


 আরো বিস্তারিত পড়ুন 

 
 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ