পৃথিবীর কোন এক অব্যক্ত শহর। শহরের মানুষ এবং পরিবেশ একই মনে হলেও এ শহর ভিন্ন। এ শহরে অনেক কিছুই নেই। যেমন নেই কাজের মূল্যায়ন, নতুনের গ্রহনযোগ্যতা, নিঃস্বার্থ ভালোবাসা,টাকা ব্যতীত মানুষের সম্মান। শহরে যা আছে তা হলো লোভ, ক্ষোভ, হিংসা, লালসা, দুর্নীতি, রাজা বিহিন রাজনীতি, ভন্ডের সম্মান। মানুষগুলো মিথ্যাকে অনেক ভালোবাসে। যেন তারা মিথ্যার সমুদ্রে সাঁতার কাটছে।
শহরে অন্ধের অভাব নেই। এ দৃশ্য দেখে এটাই মনে হয়, আমি যেন এসেছিলাম অন্ধের শহরে আয়না বিক্রি করতে। সবাই বলিয়ান এখানে অজ্ঞানে। এ অজ্ঞান এক আজব ধরনের জ্ঞান। তাদের এই অজ্ঞান বা আজব জ্ঞানের প্রাচীর ভাঙ্গা যেন একটা পাহাড়কে ধুলোয় রূপান্তরের থেকেও কঠিন কাজ। এর মাঝে কিছু জেদি জীব, যারা শহরের এই ধরা বাঁধা নিয়মকে না মেনে উল্টো পথে রওয়ানা করে, তারা যেন এই শহরের অকৃত্রিম শত্রু। যদি শত্রুই না হবে তবে শহরের মানুষগুলো কেন এদের শারীরিক, মানষিক পীড়ায় ব্যথিত করে রাখে। এরাই উন্মাদ যাদের উন্মাদনা শহরকে সুন্দর কিছু উপহার দেওয়ার। এদের সবচেয়ে বড় পাপ যেন নিজের স্বার্থ না ভেবে শহরের অলি-গোলি পথ ঘাটের জন্য নিজের মূল্যবান সময়গুলো ব্যহত করা। তার পাপের শাস্তি মৃত্যুদণ্ডই শ্রেয়। কিন্তু এ শহর কি এতো সহজে তাদের মুক্তি দিবে?
তাদের পোড়াবে জ্বালাবে মাটিতে পিষে ফেলবে ছাইগুলো তারপর না হবে মুক্তি। তবে এ ছাই ভিন্ন, এ ছাই পরিবর্তনের। সে চলে গেলেও এ পৃথিবীর বাতাসে উড়ে ঠিকই পরিবর্তনের ছোঁয়া দিয়ে যাবে এ শহরে। এ শহর ঠিকই অনুধাবন করবে তার শূন্যতা, অনুভব হবে একটু দেরিতে হয়ত। তবে কেউ কেউ এ অনুভবের আশায় না থেকে বলবে,
"Let The City Burn - এ শহরকে পুড়তে দেও।"



.jpg)
0 মন্তব্যসমূহ